সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

বরিশাল-ঢাকা মহাসড়কে বেপরোয়া প্রতিযোগিতায় পুকুরের যাত্রীবাহী বাস

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

সরু মহাসড়কে বিবেকহীন প্রতিযোগিতায় যাত্রীবাহি দুটি পরিবহনের সংঘর্ষে নিয়ন্ত্রন হারিয়ে ইলিশ পরিবহনের এসি বাস উল্টে পুকুরে পরেছে। শ্যামলী পরিবহনের অপর যাত্রীবাহি বাস মহাসড়কের পাশের খাঁদে পরে যায়। এতে নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২০ জন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনাকবলিত পরিবহন থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি ইলিশ পরিবহন দূর্ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রন হারিয়ে ইলিশ এসি পরিবহনটি মহাসড়কের পাশ্ববর্তী পুকুরে উল্টে পরে। অপর যাত্রীবাহি শ্যামলী পরিবহনটি মহাসড়কের পাশে খাঁদে পরে যায়। তিনি আরও জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পুকুরের মধ্যে উল্টে পরা ইলিশ পরিবহন থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে এবং শ্যামলী পরিবহন থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, চালক ও সুপারভাইজার পলাতক থাকায় দূর্ঘটনা কবলিত বাসটিতে কতোজন যাত্রী ছিলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী বাসিন্দারা জানিয়েছেন, সরু মহাসড়কে বিবেকহীন প্রতিযোগিতার কারণেই দুটি পরিবহনের সংষর্ষে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি ইলিশ পরিবহনটি মহাসড়কের পাশ্ববর্তী পুকুরের মধ্যে উল্টে পরেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com