বান্দরবানের লামা পৌর এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউ এফপির) অর্থায়নে এন জেড একতা মহিলা সমিতির আয়োজনে বন্যার্ত শিশুদের মাঝে নিরাপদ (খাদ্য পুষ্টি) শিশুখাদ্য বিতরণ করা হয়। পৌরসভার বন্যাকবলিত এলাকার ১২শত শিশুদের মাঝে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭আগষ্ট) সকাল ১১টায় একতা হল রুমে শিশুখাদ্য বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত, পানি বন্দি ও আশ্রয়কেন্দ্রে আশ্রিত শিশুদের মাঝে জনপ্রতি পঞ্চাশ প্যাকেট ফরটিফাইড বিস্কুট বিতরণ করেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,ডাব্লিউ এফপি’র প্রতিনিধি ইলোরা চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। এন জেড একতা মহিলা সমিতির কর্মসূচি বাস্তবায়ন পরিচালক আবুল কালাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এনজেড এর নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ রফিক, গণমাধ্যম কর্মী, লামা পৌর সভার কাউন্সিলর বৃন্দ প্রমূখ।