যে কোনো লেখা গুগল ট্রান্সলেটের মাধ্যমে খুব সহজেই নিজের ভাষা বা অন্য ভাষায় অনুবাদ করা যায়। গুগলে সরাসরিই কাজটা করা যায়। তবে জি-মেইলে এতদিন এই সুবিধা ওয়েবে থাকলেও মোবাইল ভার্সনে ছিল না। এখন থেকে আন্ড্রেয়েড বা আইফোনে এই সুবিধা পাবেন। গুগলের পক্ষ থেকে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে, প্রায় এক বছর ধরে, ব্যবহারকারীরা সহজেই ওয়েবে জি-মেইলের মেলগুলো ১০০টিরও বেশি ভাষায় অনুবাদ করছেন। এবার মোবাইল ভার্সনেও তারা এই সুবিধা পাবেন। এই ফিচার ইমেলের বিষয়বস্তুর ভাষা শনাক্ত করে এবং ই-মেলের শীর্ষে একটি ব্যানার প্রদর্শন করে। যা ইউজারদের সেট করা পছন্দের ভাষায় অনুবাদ করার প্রস্তাব দেয়।
দেখে নিন কীভাবে জি-মেইল অনুবাদ করবেন- >> ই-মেইল অনুবাদ করতে জি-মেইলের ই-মেইলের শীর্ষে থাকা ট্রান্সলেট অপশনে ক্লিক করুন। >> এবার সেখান থেকে আপনার পছন্দের ভাষা সিলেক্ট করে দিন। >> যদি সিস্টেমটি অন্য ভাষা শনাক্ত না করে তবে মেলটিকে ম্যানুয়ালি অনুবাদ করার একটি বিকল্প থ্রি ডট মেনুতে পাওয়া যাবে। >> চাইলে ট্রান্সলেটের অপশন বাতিল করতে পারেন। একটি নির্দিষ্ট ভাষার জন্য “ট্রান্সলেট” ব্যানারটি বন্ধ করতে, “ডু নট ট্রান্সলেট (ল্যাঙ্গুয়েজ) এগেইন” অপশনটি বেছে নিন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস