রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা ও শিশু কিশোর প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৩ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় এবং জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে গতকাল রাতে প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী-মহররম খান হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল এর সঞ্চালনায় সংবধর্না অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাবেক সহসভাপতি কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক, সহসম্পাদক (দপ্তর) মুসলিম চৌধুরী, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, কার্যকরি কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব। প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিরুজ্জামান, সাইফুল ইসলাম, মোমিনুল হক সোহেল, শাহাব উদ্দিন, মিসবাহ উদ্দিন যুবায়ের, শামছুল ইসলাম শামিম, আব্দুর রব, মিজানুর রহমান আলম এবং রুবেল আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৩ সালের জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান এবং বিভাগীয় পর্যায়ে ‘খ’ বিভাগে তবলায় তৃতীয় স্থান অর্জন করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর পুত্র সুবর্ণ শিখর বর্ণ এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ এর পুত্র ইফতেখার আহমেদ মাহদী, সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এর পুত্র বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য, প্রেসক্লাবের সদস্য শামসুল ইসলাম শামীম এর কন্যা সাদিয়া ইসলাম এশা ও এ গ্রেড পেয়ে কৃতকার্য হওয়ায় প্রেসক্লাবের সদস্য শাহাব উদ্দিন এর কন্যা মানজিদা আহমেদ রাকিবা এবং এ দাখিল পরীক্ষায় এ মাইনাস পেয়ে উত্তীর্ণ হওয়ায় কার্যকরি কমিটির সদস্য সুলতান মাহমুদ রাকিব এর পুত্র আল-রাফি মাহমুদ এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা-অভিনন্দন জানানোর পাশাপাশি সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com