জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ (গভ. রেজি. এস-৭৫১৫) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন প্রদান করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গতকাল দুপুরে ইন্টারন?্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর চেয়ারম্যান নাসরিন আক্তার ও ভাইস চেয়ারম্যান আল মুরাদ স্বাক্ষরিত কেন্দ্রীয় সংগঠনের প্যাডে প্রেরিত এক চিঠিতে শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৬) এর অনুমোদন প্রদান করা হয়। মানবাধিকার ও সমাজকর্মী সাইদুল ইসলাম সবুজ-কে পুনরায় সভাপতি এবং সাংবাদিক-কলামিস্ট ও শিক্ষক মোঃ এহসানুল হক-কে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংগঠন। কমিটির অন্যান্যরা হলেন-সহ সভাপতি ভুবন সিংহ, মোঃ মকবুল হোসেন, কেসব বারই, পারভেজ আহমেদ, মোঃ আকরামুল হক সোহাগ, ফুয়াদ হোসেন চৌধুরী সাজিম, যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ দাশ জনি, মোঃ শিবলু আহমেদ নোমান, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মোনায়েম ভূঁইয়া, রুবেল মিয়া , মোঃ মাহমুদুল হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মসুদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, আজিদ মিয়া, মোঃ ইমরান হোসেন, সজীব দেবনাথ, অর্থবিষয়ক স¤পাদক মোঃ সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মোঃ এখলাছ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ সুলতান আহমেদ উজ্জল, আইন বিষয়ক সম্পাদক মোঃ রাহিন মিয়া, তদন্ত বিষয়ক স¤পাদক মোঃ সাকেদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা সুইটি, ত্রাণ বিষয়ক স¤পাদক সেলিম আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী রাজিব রাম গৌড়, শিক্ষা বিষয়ক সম্পাদক পরিতোষ তাঁতী ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোজ চন্দ্র তাঁতী, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক রবিউল আলম, সমাজকল্যাণ বিষয়ক স¤পাদক আল আমিন মিয়া। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মাহফুজুর রহমান, আছলম মিয়া, কার্যনির্বাহী সদস্য শুভ পাল, মোঃ শাহিনুর রহমান এবং সাজু চাষা। প্রেরিত চিঠিতে ইন্টারন?্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর চেয়ারম্যান নাসরিন আক্তার ও ভাইস চেয়ারম্যান আল মুরাদ বলেছেন, আমরা আশাবাদি শ্রীমঙ্গল উপজেলা শাখার মাধ্যমে অসহায়, দুঃস্থ,নির্যাতিত নারী-পুরুষ তথা ধর্ম, বর্ণ, নির্বিশেষে সমানভাবে আইনী সহায়তা পাবেন। সংগঠনের মাধ্যমে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা ও একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ইডাফ মানবাধিকার সংস্থার নতুন কমিটির মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় মানবাধিকার উন্নয়ন ও রক্ষায় আরও বলিষ্ট ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেছেন।