রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

হালাল ট্যুরিজমের সম্ভাবনা

আইরিন হাসান
  • আপডেট সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

পর্যটন বলতে আমরা বুঝি বিনোদন, অবসর সময়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন অথবা ভিন্ন জাতি, ভিন্ন ভাষা ও ভিন্ন বর্ণের মানুষের সাথে মিশে তাদের সংস্কৃতি জানা, জ্ঞানের আদান প্রদান করা, অভিজ্ঞতা অর্জন করা, বিশ্বকে জানা। সর্বোপরি নিজের দেহ ও মনকে প্রশান্তি দেওয়াই পর্যটন। পর্যটন একদিকে আমাদের দেহ ও মনকে দেয় প্রশান্তি, অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণেও বিশেষ ভূমিকা পালন করে। সময়ের পরিবর্তনে নানা রকম পর্যটন শিল্পের বিকাশ পাচ্ছে। তার মাঝে হালাল ট্যুরিজম অন্যতম। বিশ্বজুড়ে বাড়ছে মুসলিম পর্যটকের সংখ্যা। মুসলিম পর্যটকদের জন্য সব আয়োজন হবে হালাল ও ধর্মীয় রীতিনীতি মেনে, এমন ভাবনা থেকেই হালাল ট্যুরিজমের যাত্রা। ৯/১১ এর পরই হালাল ট্যুরিজমের ধারণা নিয়ে কাজ শুরু হয়। তুরস্ক, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রথমে হালাল ট্যুরিজম নিয়ে উদ্যোগ গ্রহণ করে। তার পর থেকে ইসলামিক দেশগুলোতে এই ধারণা বিস্তার লাভ করে। এভাবে হালাল ট্যুরিজম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বিশেষ করে, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টার্গেট করে হালাল ট্যুরিজমের আয়োজন করছে অনেক দেশ। আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা ও ভারত যেখানে হালাল ট্যুরিজম নিয়ে ব্যস্ত, সেখানে আমাদের দেশে হালাল ট্যুরিজম নিয়ে কোনো পদচারণায় নেই। এক গবেষণায় বলছে, পৃথিবীতে যে ১০টি দেশে হালাল ট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান ৪র্থ। কিন্তু যে ১০টি দেশ হালাল ট্যুরিজমের এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে তার মধ্যে বাংলাদেশের নাম নেই। আমাদের দেশের ৮৯ ভাগ মানুষই মুসলিম। তাই এখানে হালাল পর্যটনের সম্ভাবনাও বেশি। তারপরও আমাদের এই সম্ভাবনা বিশ্ব দরবারে পরিচিত হতে পারছে না। আমাদের দুর্ভাগ্য যে আমরা হালাল ট্যুরিজমকে এখনও কাজে লাগাতে পারছি না। তাছাড়া এই খাতে আমাদের কোনো বিনিয়োগই নেই। অথচ, অমুসলিম দেশগুলোও বিশ্ব পর্যটন বাজার দখলের জন্য হালাল ট্যুরিজমকে বিপণন করছে। তাই আমাদের এই পর্যটন খাতকে সম্ভাবনাময় খাতে উন্নীত করতে বেশি বেশি বিনিয়োগ প্রয়োজন। এ শিল্পের উন্নয়নের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। সেই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের এই খাতকে তুলে ধরতে প্রচার-প্রচারণাও প্রয়োজন। পাশাপাশি এ শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও উচিত হালাল ট্যুরিজম নিয়ে কাজ করা এবং বিশ্ব দরবারে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করা। লেখক: শিক্ষার্থী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com