রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে-আবু সুফিয়ান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র মৌন মিছিল করেছে। বুধবার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে কাজীর দেউরী থেকে শুরু হয়ে লাভ লেইন মোড়ে গিয়ে শেষ হয়। মৌন মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, গুম এখন রাষ্ট্রীয় নিপীড়নের বড় হাতিয়ার। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে গুমজনিত অপরাধ মূলতঃ তাঁদের বিরুদ্ধেই প্রয়োগ করা হয়, যাদেরকে সরকার শত্রু হিসেবে চিহ্নিত করেছে। ৩০ অগাস্ট এমন এক সময় পালিত হচ্ছে যখন বাংলাদেশে মানবাধিকার লংঘন ব্যাপক আকার ধারণ করেছে। দেশে অকার্যকর বিচার ব্যবস্থার ফলে রাষ্ট্র কর্তৃক দায়মুক্তির সুযোগে গুমের পাশাপাশি চলেছে ব্যাপকভাবে বিচারবহির্ভূত হত্যাকান্ড ও হেফাজতে নির্যাতন করে হত্যা। গুম হওয়া ব্যক্তিরাও নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডেরও শিকার হচ্ছেন। এছাড়া গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্ত্রী-সন্তানরাও আর্থিক ও সামাজিকভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে চরম কষ্টে রয়েছেন। আমাদের বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচা চেয়ারম্যানকে গুম করার পর এখনো পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। অবিলম্বে তাকে জীবিত ফেরত চাই। আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে এমন কিছু নেই যা করছে না। গুমের মধ্য দিয়ে সারা দেশে একটা ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা মুখে গনতন্ত্র আর মানবাধিকারের বুলি আওড়িয়ে ঠিক উল্টোটাই করে। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি গুম হওয়া ব্যক্তিদেরকে তাদের স্বজনদের কাছে অবিলম্বে ফেরত দিতে হবে। জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, নেতাকর্মীদের গুম হওয়ার জন্য সরকারই দায়ী। বিরোধী মতকে দমন করতেই সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতনের পাশাপাশি গুম-খুনের মতো জঘন্য পথ বেচে নিয়েছে। দেশ এখন দুঃশাসনে ডুবে গেছে। দুর্নীতিতে সারাদেশ ছেয়ে গেছে। দুর্নীতির উপর ভর করেই জনগণের ভোট ছাড়া এই সরকার ক্ষমতায় রয়েছে। আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মৌন মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এড. ইফতেখার হোসেন চৌধুরী, আবদুল গাফফার চৌধুরী, এম মন্জুর উদ্দীন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হাজী মোহাম্মদ রফিক, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, এড, কাশেম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারন সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্জুর আলম চৌধুরী, সদস্য সচিব জমির উদ্দীন মানিক, উপজেলা ও পৌরসভা বিএনপি নেতা ইব্রাহিম খলিল, রেজাউল করিম নেছার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা মাহমুদুর রহমান মাদু, শহীদুল্লাহ্ চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, ইলিয়াস কাঞ্চন, আবু সেলিম চৌধুরী, এড. আবু তাহের, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, গাজী আবু তাহের, হাজী মোঃ ওসমান, মোহাম্মদ ইখতিয়ার হোসেন, সাইফুদ্দীন আহমেদ, হাজী কামাল উদ্দীন, তৌহিদুল আলম, আবদুল মাবুদ, হাজী ইব্রাহিম সওদাগর, আবুল হোসেন, মোহাম্মদ ফিরোজ, শফিকুল ইসলাম রাহী, ওলামা দলের আহ্বায়ক – হাফেজ মাওলানা মোঃ ফোরকান, জেলা কৃষক দল নেতা মীর জাকের, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com