নরসিংদীর রায়পুরা উপজেলার রাজপ্রসাদ গ্রামের বাকসিদ্ধ আউলিয়া শাহ সুফি টকি মোল্লা (র:) এর মাজারের ৩০০ বছরের চলাচলের রাস্তা দখল ও বন্ধ করার প্রতিবাদে সুফিবাদীদের পক্ষে টকি মোল্লা (র:) এর ভক্ত, আশেকান ও এলাকাবাসীদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচী ও নরসিংদী জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন থেকে একই এলাকার স্বপন মিয়া ও তার লোকজনদের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ করা হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে কয়েক শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এডভোকেট খন্দকার হালিম এর নেতৃত্বে এ মানববন্ধন করা হয়। পরে মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ৭ জনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপিটি ডেপুটি কালেক্টর এ কে এম হাসানুর রহমানের হাতে তুলে দেন। মানববন্ধনে স্বপন মিয়ার বিরুদ্ধে রাস্তা দখল করার অভিযোগ তুলে বক্তারা বলেন, এখানে টকি মোল্লা (র:) ছাড়াও খন্দকার হযরত শাহ সুফি ছমিউল্লা (র:), খন্দকার হযরত শাহ সুফি সৈয়দ আলী (র:), খন্দকার হযরত শাহ সুফি জালাল উদ্দিন (র:) এর মাজার শরীফ সহ দুইটি কবরস্থান রয়েছে। মাজারে যাতায়াতের জন্য ১২ফুট রাস্তা ৩শ বছর যাবত ব্যবহার করা হচ্ছে। যা ২২-২৩ অর্থবছরে স্থানীয় উন্নয়ন তহবিল থেকে ৩লক্ষ টাকার ইটের সলিং ও মাটি ভরাটের কাজে ব্যবহার হয়। ১২ ফিট প্রস্থের রাস্থাটি সরু করা হলে মরদেহ জানাজার জন্য খাটিয়া, ফ্রিজিং গাড়ি করে নেওয়া সম্ভব না। তাছাড়া বার্ষিক ওরশের সময় যে পরিমান লোকের সমাগম হয় তখন এ ৬ফুটের সরু রাস্তা দিয়ে মানুষের চলাচল বিঘœ ঘটবে। রাস্তা দখল মুক্ত না হলে পরবর্তিতে কোনো বিশৃঙ্খলা ঘটলে তার সম্পুর্ণ দায়ভার প্রশাসনকে নিতে হবে। এবং আগামী ৪৮ ঘন্টার ভেতর কোনো সুষ্ঠু সমাধান না হলে রায়পুরা-সাপমারা সড়ক বন্ধ করে প্রতিবাদ করা হবে। এবং সারাদেশের সুফিবাদীদের নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলন করা হবে। টকি মোল্লা এর আওলাদ খন্দকার রাজিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নরসিংদী জজ কোর্টের এপিপি খন্দকার হালিম, টকি মোল্লা (র:) মাজারের প্রধান খাদেম খন্দকার টিপু সুলতান, রায়পুরা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক এনামুল হক সরকার, চান্দেরকান্দি ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক আফিল উদ্দিন আপেল, হাবিবুর রহমান, তাজুল ইসলাম মুন্সি আবু, কাজী কামরুল, দুলাল ভান্ডারী, ফরিদা পারভীন, এমএম আলমগীর, সাইদুজ্জামান আঙ্গুর প্রমুখ।