গাইবান্ধায় গতকাল সন্ধ্যায় অস্ত্র, দুই রাউন্ড গুলি একটি হাতকড়া, তিনটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল সহ তিন সন্ত্রাসীকে হাতে নাতে আটক করে গাইবান্ধা ডিবি পুলিশ। অপরাধ দমনে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, মোঃ কামাল হোসেন (পিপিএম বার) নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোখলেসুর রহমান এর প্রচেষ্টায় সঙ্গীয় ফোর্সসহ গতকাল সন্ধ্যায় সদর থানার সুখ শান্তির মোড় গ্রামস্থ জনৈক আরিফুল ইসলাম এর চায়ের দোকানে সামনে পাকা রাস্তার উপর হইতে একটি দেশীয় তৈরী অবৈধ অস্ত্র, (দুই) রাউন্ড গুলি একটি হাতকড়া,দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন সহ ১। মোঃ ইলিয়াস উদ্দিন (৫৪),সাখাওয়াত হোসেন ডাবলু(৪২), শাহিন আলম(৩২) গাইবান্ধা জেলা-ডিবি গ্রেফতার করেন। এই সংক্রান্তে অত্র থানায় একটি নিয়মিত অস্ত্র মামলা রুজু হয় এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়। গতকাল সন্ধ্যায় তাদের আটক করে। উল্লেখ্য আসামি ১ ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বার এর বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা। সাখাওয়াত হোসেন ডাবলু এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য সরকারি কাজে বাধা প্রদান, চাঁদাবাজি ও মাদক সহ ১১ টি মামলা রয়েছে।এবং শাহিন আলমের একটি মামলা বিচারাধীন রয়েছে।