মালিকানা বদলে গেল ঢাকা ফ্রাঞ্চাইজির। নতুন মালিকানায় নতুন রূপে নতুন নামে দেখা যাবে রাজধানীর দলটিকে। নিউটেক্স গ্রুপের মালিকানায় আগামী মৌসুমে ‘দুর্দান্ত ঢাকা’ নামে মাঠে দেখা যাবে তাদের। দুই মৌসুমের জন্য বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছে ফ্রাঞ্চাইজিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। তবে তোরজোড় শুরু হয়ে গেছে এখন থেকেই। দল সাজাতেও শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তবে বিসিবি’র বহু চেষ্টার পরও মালিকানা ঠিক থাকছে না, এবারো পরিবর্তন হচ্ছে ঢাকার মালিকানা।
বেক্সিমকো গ্রুপ ঢাকার মালিকানা ছাড়ার পর অদল-বদল চলছেই মালিকানায়৷ কখনো দায়িত্ব নিয়েও মাঝপথে ছেড়ে দিচ্ছে কোনো প্রতিষ্ঠান, কখনো আবার বিসিবিকেই দায়িত্ব নিতে হচ্ছে বাধ্য হয়ে। গত আসরে নতুন শুরুর ঘোষণা দিয়েও সমাধান করা যায়নি এই সমস্যার। গত আসরে প্রগতি অটো রাইস মিল লিমিটেডকে ৩ বছরের চুক্তিতে ঢাকার মালিকানা দেয়া হয়েছিল।যদিও ড্রাফটের আগে বিসিবির শর্ত পূরণ করতে পারেনি তারা। ফলে তাদের থেকে দায়িত্ব নিয়ে রুপা ফেব্রিক্সকে মালিকানা দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিটির। এরপর তারা দলের নাম রাখেন ঢাকা ডমিনেটর্স। তবে এবার ঢাকার মালিকানা বিসিবি তুলে দিয়েছে নিউটেক্স গ্রুপকে। যাদের মালিকানায় আগামী মৌসুমে রাজধানীর দলটিকে দেখা যাবে ‘দুর্দান্ত ঢাকা’ নামে। তবে সম্ভাবনা থাকলেও এবারো ফেরানো হয়নি রাজশাহীকে। এই আসরেও নেই উত্তরবঙ্গের দলটি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটের সময়। এবারের ড্রাফট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর।