ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের গঙ্গাচড়ায় মানবাধিকার সুরক্ষায় প্রচারাভিযান (ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়। উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদ থেকে র্যালী বের গজঘণ্টা বাজার প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। জার্মান দূতাবাস ঢাকার সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে প্রচারভিযানে অংশগ্রহণ করেন জার্মান দূতাবাস ঢাকার ডেপুটি অ্যাম্বাসেডর জেন রোলফ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডঃ বদিউল আলম মজুমদার। এ সময় জার্মান দূতাবাসের অ্যাম্বাসেডরের প্রতিনিধি জোসেফ শু, শারনিলা ও গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ লিয়াকত আলী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, নোলেজ ম্যানেজমেন্ট ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার আহসানুল কবির ডলার, এলাকা সমন্বয়কারী মোঃ শামসুদ্দীন, ইউনিয়ন সমন্বয়কারী, ইউপি সদস্য, নারী অ্যাডভোকেটস, উজ্জীবক, ইয়ুথ সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় শতাধিক নারী পুরুষ। মানবাধিকার সম্পর্কিত সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্লেকার্ড, ফেস্টুন নিয়ে অংশগ্রহনকারীগন র্যালীতে অংশ নেন। পরে সংক্ষিপ্ত আলোচনায় ডেপুটি অ্যাম্বাসেডর জেন রোলফ বলেন, মানবাধিকার নিয়ে এভাবে সকল শ্রেনীর মানুষ সরব থাকলে সকলের অধিকার নিশ্চিত হবে। কান্ট্রি ডিরেক্টর ড.বদিউল আলম মজুমদার বলেন, অধিকার সম্পর্কে আমরা সচেতন হলে কেউ আমাদের উপর অন্যায় করতে পারবে না। সুতরাং যার অধিকার তাকেই সোচ্চার থাকতে হবে। গজঘণ্টা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী বলেন, আমরা অন্যের অধিকার নিশ্চিতের মাধ্যমে নিজের অধিকার সুরক্ষিত করবো। পরিশেষে ইউপি চেয়ারম্যান স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।