নড়াইলে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘আদর্শ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান গড়তে ইসলামিক এডুকেশন সোসাইটির ভূমিকা শীর্ষক’ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক এডুকেশন সোসাইটি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান।প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. মো: ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সোসাইটির যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য ড. আলমগীর বিশ^াস, জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, অধ্যক্ষ মো: মঞ্জুরুল হক, অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম ও মো: জাকির হোসেন বিশ^াস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: হেমায়েতুল হক হিমু, মো: ইসাহাক মিয়া, সহকারি অধ্যাপক মো: ইয়াকুব হোসেন, মাষ্টার জাকির হোসেন। বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একটা জাতির উন্নতির জন্য শিক্ষকদের ভূমিকা অনেকখানি। শিক্ষক সৎচরিত্রবান ও দায়িত্বশীল হলে ছাত্ররাও সৎচরিত্রবান ও দায়িত্বশীল হবে। জাতির মেরুদন্ড শিক্ষাকে এগিয়ে নিতে আমাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।