শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানি ২৩ অক্টোবর

ইকবাল হোসেন:
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির পরবর্তী তারিখ আগামী ২৩ অক্টোবর ধার্য করেছেন আদালত। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন। একই সঙ্গে চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। কারণ, হিসেবে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার পারিবারিক কাজে অস্ট্রেলিয়ায় গেছেন। খালেদা জিয়ার পক্ষে তিনিই অব্যাহতি চেয়ে শুনানি করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ থাকায় তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন তাহেরুল ইসলাম তৌহিদ।
খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর করেন বিচারক আলী হোসাইন। তবে, খন্দকার মোশাররফ হোসেনের সময় আবেদন নামঞ্জুর করে চার্জ শুনানি করতে বলেন আদালত। এর পর মোশাররফ হোসেনের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাহেরুল ইসলাম তৌহিদ। তবে, এদিন শুনানি শেষ হয়নি। আগামী ২৩ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, মামলাটিতে ১৫ আসামির মধ্যে ১৩ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এখন এ মামলায় আসামি ১৫ জন। ৯ আসামি মারা গেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com