শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

বাংলাদেশী কারীর আজান-মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর খুতবায় নিউইয়র্ক সেন্টারে জুমার নামাজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

জাতিসঙ্ঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরই ফাঁকে শুক্রবার নিউইয়র্কের ইসলামিক কালচারাল সেন্টারে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি। গত শনিবার মালয় মেইল জানিয়েছে, শুধু তাই নয়; এদিন জুমার নামাজ পূর্ববর্তী খুতবাও প্রদান করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আর এর আগে সেখানে জুমার নামাজের আজান দেন যুক্তরাষ্ট্রে সফররত বিশ্বখ্যাত বাংলাদেশী কারী ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা’র (ইক্বরা) প্রেসিডেন্ট ও ‘মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ’র পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। এ সময় তিনি পবিত্র কোরআনে কারিমও তেলাওয়াত করেন। পরে মসজিদের ইমাম সা’দ জালোহর ইমামিতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও বিশ্বখ্যাত কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীসহ গণ্যমান্য মুসলিম ব্যক্তিদের আগমনে এদিন নিউইয়র্ক ইসলামিক কালচারাল সেন্টারে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ সময় শায়খ আযহারীকে নিজের পক্ষ থেকে তার দেশে সরকারিভাবে ছাপা হওয়া পবিত্র কোরআনের একটি বিশেষ প্রতিলিপি হাদিয়া দেন। একইসাথে এ সময় এই দুই বিশেষ অতিথিকে স্থানীয় মুসলিম কমিউনিটি ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও শায়খ আযহারী ভালোবাসার নিদর্শন স্বরূপ পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষে নিউইয়র্ক ইসলামিক কালচারাল সেন্টার বিরল এক দৃশ্যের সাক্ষী হয়। জুমার নামাজের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন অ্যান্ড্রু ভিনালস নামে স্প্যানিশ এক নাগরিক। গত শুক্রবারের এ ঘটনাগুলো মালয়েশিয়ার গণমাধ্যমগুলো বেশ গুরুত্ব সহকারে তুলে ধরে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেরিফাইড ফেসবুক পেজ থেকেও এ সংক্রান্ত একাধিক ছবি প্রকাশ করা হয়। তাতে ইসলাম গ্রহণের দৃশ্যসহ প্রধানমন্ত্রীর সাথে শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীকেও বেশ প্রাণবন্ত দেখা যায়। শায়খ আযহারীও নিজের ফেসবুক পেজ ও একাউন্টে এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com