লোহাগাড়া উপজেলা পরিষদের প্রথম দিনে গণশুনানী, নারায়ণগঞ্জের এক মহিলার বিবাহ বিচ্ছেদের দেনমোহরের ৫লক্ষ টাকা উদ্ধার করে দিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। সরকার গেজেটের মাধ্যমে সেবা প্রত্যাশী জনগণের অভিযোগ দ্রুত বিচার নিষ্পত্তি ও সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল গণশুনানি (সালিশী বৈঠক) কার্যক্রম পরিচালনা করেছেন। লোহাগাড়া উপজেলা পরিষদের প্রথম দিনে গণশুনানী অনুষ্ঠিত হয়, গণশুনানীর প্রথম দিনে নারায়ণগঞ্জের এক মহিলাকে বিবাহ বিচ্ছেদের দেনমোহরের নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। জানা যায়, উপজেলার সদরের খাদেম আলী খলিফার বাড়ির সরওয়ার কামালের ছেলে জনৈক প্রবাসীর সাথে নারায়ণগঞ্জের এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। গৃহবধু বিবাহ বিচ্ছেদের জন্য লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। গণশুনানীর প্রথম দিনে উপজেলা পরিষদ কার্যালয়ে উভয়পক্ষের মতামত শেষে নারায়ণগঞ্জের বিবাহ বিচ্ছেদের মেয়েকে দেনমোহরের নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।