বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়ন এবং খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। যদি এই দাবি আদায় করতে হয় তাহলে রাজ পথে দূর্বার আন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ থেকে মাগুরা হয়ে খুলনা পর্যন্ত রোড মার্চের মাগুরার পথ সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস আরো বলেন, জাতি আজ দিশেহারা, এ জাতি আরেক বার দিশেহারা হয়ে পথ হরিয়েছিল ১৯৭১ সালে। ওই সময় ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে এ দিশেহারা জাতিকে পথ দেখিয়েছিল জিয়াউর রহমান। আজো এ পথ হারা জাতিকে পথের দিশা দেখাতে হলে আপনাদের স্বঃর্স্ফুতভাবে রাজ পথে নেমে আসতে হবে। আপনাদের সহযোগিতায় দূর্বার আন্দোলন গড়ে তুলে এ সরকারের পতন নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে বিশাল এক কর্মী বাহীনি নিয়ে ঝিনাইদহ থেকে শুরু হওয়া রোড মার্চ মাগুরার উদ্দেশে রওনা দেন। এ সময় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মাগুরার প্রবেশ দ্বারখ্যাত আলমখালী বাজারে মাগুরা জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন খানসহ হাজার হাজার নেতাকর্মীরা তাদেরকে স্বাগত জানান।রোড মার্চের পূর্ব নির্ধারিত মাগুরার শেখ পাড়া ঈদগা ময়দান ও আড়পাড়া স্কুল মাঠে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা আব্বাস। এ সময় তার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, আনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতাকর্মীরা। পথ সভা শেষে যশোরের উদ্দেশে মাগুরা ত্যাগ করে বিএনপির রোড মার্চের বহরে থাকা হাজার হাজার নেতকর্মীদের বহনকারী গাড়ি।