বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রসঙ্গে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আইনমন্ত্রী কথা বলার পর গতকাল রোববার (১ অক্টোবর) খালেদা জিয়ার আইনজীবী এ কথা বলেন।
তিনি বলেন, আইনমন্ত্রী পাবলিকলি বলেছিলেন, আবেদন করা হলে সুবিবেচনা করা হবে। তারই পরিপ্রেক্ষিতে আবেদন করেছিলেন শামীম এস্কান্দার। কিন্তু সে আবেদন আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে। কায়সার কামাল বলেন, সিআরপিসি ৪০১-এ আইনের বিধান থাকার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন যা খালেদা জিয়ার সঙ্গে ভয়ঙ্কর তামাশা এবং আইনের বরখেলাপ। এর আগে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সাবেক এ প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের বিষয়ে আইন মন্ত্রণালয় এ মতামত দিয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। গতকাল রোববার (১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।