রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

নীলফামারীতে ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আলু চাষের শুভ উদ্বোধন

সোহাগ ইসলাম নীলফামারী
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

নীলফামারীর ডোমার (বিএডিসি) ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে ২০২৩-২৪ অর্থ বছরের চলতি মৌসুমে আলু রোপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ অক্টোবর দুপুরে মিলাদ ও দোয়া শেষে আলু রোপনের শুভ উদ্বোধন করেন ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের সহকারী উপ-পরিচালক সুব্রত মজুমদার, অতুল কুমার রায়, ডিএডি রতন কুমার দাস, মশিউর রহমান, জিওন সরকার প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিএডিসি খামার জামে মসজিদের ইমাম মাওলানা মোখলেছুর রহমান। এসময় খামারের প্রায় ২শত ৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। এবিষয়ে ডোমার বিএডিসি খামারের উপপরিচালক আবু তালেব মিঞা বলেন খামারে আজকে আলু রোপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো এবং কাল থেকে পুরোদমে আলু রোপনের কাজ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় এনে অত্র খামারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বায়নের এইযুগে কৃষিই হোক দেশের অর্থনীতির মুল চালিকাশক্তি। এরই ধারাবাহিকতায় আমরা নিরলসভাবে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামাটিতে কাজ করে যাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com