নড়াইলের কালিয়া সরকারি খাল ভরাট করে নির্মিত ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গরবার সকালে উপজেলার চাচুড়ী-কদমতলা খাল পাড়ের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজ্রিষ্ট্রেট মো. আনিসুর রহমান। অভিযানে ১৪টি অবৈধ স্থাপনা আংশিক ও পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার চাচুড়ী বাজারের উত্তর পাশ দিয়ে প্রবাহিত অতিপুরাতন এই সরকারি খালের বাজার সংলগ্ন স্থানে খালের অংশ ভরাট করে এক শ্রেনীর দখলদার অবৈধ স্থাপনা নির্মান করে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ জারি করা হলেও দখলদাররা সেগুলো সরিয়ে না নেয়ায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে নির্বাহী ম্যাজ্যিষ্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে ১৪টি অবৈধ স্থাপনা আংশিক ও পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান বলেন, অবৈধভাবে খাল ভরাট করে স্থায়ী-অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছিল। স্থাপনা গুলো সরিয়ে নেয়ার জন্য মালিকদেরকে একাধিক বার নোটিশ দেয়া হলেও তাঁরা স্থাপনা সরিয়ে না নেয়ায় খালটি রক্ষা ও সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।