রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

সাটুরিয়ায় ঠিকাদারের অবহেলায় ৪ বছরেও শেষ হয়নি মাদ্রাসা ভবনের কাজ

এম,এ,রাজ্জাক (সাটুরিয়া) মানিকগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটী দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণসহ পয়নিস্কাশন,পানি সরবরাহ ও বৈদ্যুতিক কাজ প্রায় ৪ বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ। কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে ১৮ মাস সময় বেঁধে দিলেও নির্ধারিত সময়ের চেয়ে ৩ বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। মাদ্রাসার কর্তৃপক্ষ কাজ শেষ করার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে বারবার ধরণা দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনে চলছে পাঠদান। অপর দিকে নিমাণধীন ভবনে প্রতিদিন চলে জুয়া,মাদক বিক্রি ও সেবনের নিরাপদ জায়গা। উল্লেখিত ২০২০ সালের ৩ জানুয়ারি উপজেলার বালিয়াটী দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবনের নির্মাণের কাজের ভিত্তি স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক এমপি। জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরে বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও সহযোগী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর মানিকগঞ্জের বাস্তবায়নে ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৯৬১ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট ভবনের কাজ শেষ করার জন্য ১৮ মাস সময় নির্ধারণ করে ২০১৯ সালের কাজটি পাই অনিক ট্রেডিং কর্পোরেশন এন্ড চয়ন এসোসিয়েট (জেভি) নামে ঠিকাদরী প্রতিষ্ঠান। ২০১৯-২০ দুই বছরে চারতলা পর্যন্ত আংশিক কাজ করা হলেও বর্তমানে প্রায় তিন বছর ধরে কাজ বন্ধ রয়েছে। মাদ্রসা কর্তৃপক্ষ সরকারের বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করেও কোনো অগ্রগতি আনতে পারছে না। ফলে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় পাঠদানে বিঘিœত হচ্ছে বলে অভিযোগ তাদের। দেড় বছর সময়ে কাজ করার নির্দেশনা দেয়া থাকলেও চার বছরে ভবন নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। প্রত্যন্ত এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার একমাত্র বালিয়াটী দাখিল মাদ্রাসার চার তলা ভবন নির্মাণকে ঘিরে ১৫টি গ্রামের কয়েক হাজার শিক্ষার্থী এক নতুন দিগন্তের স্বপ্ন দেখছে। মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষ সংকট নিয়ে ছোট ছোট রুমে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে তাদের। তাদের দাবি, এসব রুমে ক্লাস করতে ইচ্ছা করে না। নতুন ভবনের কাজ দ্রুত সম্পন্ন করা হোক। আমাদের স্কুলের অনেক শিক্ষার্থীর স্বপ্ন ছিল নতুন ভবনে ক্লাস করা হবে। কিন্তু এখনও ভবন নির্মাণ কাজ শেষ হয়নি। দ্রুত সময়ে মধ্যে ভবণের কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষ নিকট জোর দাবি জানাছি। এ বিষয়ে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল লিয়াকত আলী বলেন, অনেক কষ্ট করে আমরা একটি ভবন পেয়েছিলাম। কিন্তু দীর্ঘ তিন বছর ধরে কাজ বন্ধ রয়েছে। কেন বন্ধ রাখা হয়েছে তা আমরা জানি না। অবকাঠামো সংকট নিয়ে অনেক কষ্টে পাঠদান চলছে। গত চার বছরে ঠিকাদারি প্রতিষ্ঠান এ পর্যন্ত করেছি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভবণের কাজটি সম্পন্ন করার জন্য কর্তৃক পক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে বালিয়াটী দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন খোব প্রকাশ করে বলেন,মাদ্রাসার ভবন নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে একাধিক বার যোগাযোগ করে ব্যর্থ হয়েছি। নির্মাণ সামগ্রী যএতএ ফেলে রেখে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে এবং বর্তমান সরকারের উন্নয়নে ধারাবাহিকতা বিনষ্ট করছে। অতি দ্রুত সময়ে মধ্যে ভবনের নির্মাণ কাজটি সমাপ্ত করে মাদ্রাসার লেখাপড়া পরিবেশ উন্নয়নে সহযোগিতার জন্যে কর্তৃপক্ষের নিকট জোর দাবি করে বলেন আমাদের মাদ্রাসায় অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করা হোক। অবকাঠামো সংকট থাকায় বহুবার আবেদন করে একটি ভবন পেয়েছিলাম। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান অনিক ট্রেডিং কর্পোরেশন এন্ড চয়ন এসোসিয়েট (জেভি) এর কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আপনারা ঢাকা আমাদের অফিসে আসেন। এ বিষয়ে আলাপ হবে বলে ফোনটি রেখে দেয়। এ বিষয়ে মানিকগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তিনি হজ্ব পালনের জন্য সৌদি আরবে গেছেন তাই তার বক্তব্য নেওয়া যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com