বাস্তব জীবনের অলিখিত কথা গুলো সুর-ছন্দ দিয়ে সাজিয়ে গানে রূপ দেন ফারজানা ওয়াহিদ সায়ান। তার প্রতিটি গানে উঠে আসে জীবনমুখী বা প্রতিবাদী গান। এরই ধারাবাহিকতায় এবার গাজায় সংঘটিত ইসরাইলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গান গেয়েছেন এ সংগীতশিল্পী। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি সায়ান নিজেই নিশ্চিত করেছেন। আমার নাম প্যালেস্টাইন’ গানটি শিগগিরই সায়ানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটির সংগীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। এ ছাড়া গানের ভিডিও নির্মাণ করে দিয়েছেন প্রভাত।
সায়ানের কথায়, প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী। এই ধরণীর বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেবার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্যালেস্টাইনের পক্ষে কথা বলা বন্ধ করবেন না।