ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামাল হাট গ্রামের মৃত রণজিৎ কুমার দাসের ছেলে উজ্জ্বল কুমার দাসের মুখে হাসি ফুটিয়েছেন সমাজের একদল হৃদয়বান মানুষ। ১৭ নভেম্বর ২০২৩ তারিখ বিকেলে উজ্জল দাসের নিজ বাড়িতে যেয়ে একটি নতুন ভ্যান, দুইটি কালো রঙের দেশী ছাগল উপহার হিসেবে তার হাতের তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার, সমাজকর্মী কাজী ইমদাদ হোসেন, সংবাদকর্মী সুজন বিশ্বাস, সুমন কুমার পাল, পল্লব কুমার ও ইমরান হাসান। উল্লেখ্য, অক্টোবর মাসের প্রথম দিকে জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ভ্যান গাড়িটির ব্যাটারি চুরি হওয়ায় নিঃস্ব অসহায় উজ্জল দাসের মাথায় আকাশ ভেঙে পড়ে। এ সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে প্রথমে ঝিনাইদহ জেলা প্রশাসক তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। পরবর্তীতে তার নিজ এলাকার বিনোদপুর গ্রামের পশ্চিমপাড়ার প্রবাসীদের দেওয়া অর্থে স্থানীয় সমাজকর্মী কাজী ইমদাদ হোসেনের মাধ্যমে তাকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি ব্যাটারি চালিত একটি ভ্যান প্রদান করা হয়। ইমরান হোসেন ও সুমন পালের সহযোগিতায় দুইটি কালো রঙের ছাগলও প্রদান করা হয় তাকে। একই সময় তার কলেজ পড়ুয়া একমাত্র মেয়ের বই কেনা বাবদ আর্থিক সহযোগিতা করা হয়। এ ব্যাপারে স্থানীয় সমাজকর্মী কাজী ইমদাদ হোসেন বলেন, মানুষ মানুষের জন্য। এ কারণেই বিপদে আমরা উজ্জ্বল দাসের পাশে এসে দাঁড়িয়েছে। সকলের সহযোগিতায় উজ্জ্বল দাস আবার ঘুরে বেড়াবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি। অশ্রুসিক্ত নয়নে উজ্জল দাস এই প্রতিবেদককে বলেন,সমাজে এখনো ভালো মানুষ রয়েছে। যাদের সহযোগিতায় আমি নতুন একটি ভ্যান, ছাগল এবং আমার মেয়ের লেখাপড়ার জন্য অর্থসহায়তা পেয়েছি তাদের প্রতি আমি চীর কৃতজ্ঞ। এখন আমি ভ্যান চালিয়ে উপার্জন করে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারব।