পাল্টে গেছে সাভার উপজেলা হাসপাতাল রোগীদের নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছে ডা.মোহাম্মদ সায়েমুল হুদা। এ যেন এক ভালোবাসার ছোয়া। সেবার মাধ্যমেই বেঁচে থাকতে চান সাভার উপজেলা পরিবার ও পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদা। গেল করোনা কালীন সময়ে জীবনকে বাজি রেখে মানুষকে সেবা দিয়ে গেছেন তিনি। তারই নিরলস কর্মকা-েরও পুরস্কার পেয়েছে অনেকবার। ছেলেবেলা থেকে চঞ্চল ও হাস্যজ্জল এই মানুষটি ছাত্র জীবন থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। ছাত্র জীবনেই তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে জড়িত রেখেছেন। রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সহ ফ্রি মেডিকেল ক্যাম্প করতেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক রোগের সাথে কথা বলে জানা যায়, বেড়েছে সেবার মান ডাক্তার স্যারের আমাদেরকে ভালোভাবে চিকিৎসা করছে। সব সময় আমাদের খোঁজখবর নিচ্ছে ডাক্তার সায়েমুল হুদা স্যার। এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদার সাথে কথা বললে তিনি দৈনিক খবরপত্র কে জানান, মানুষ বেঁচে থাকে তার কর্মে আমি যদি ভাল কাজ করে থাকি অবশ্যই মানুষ আমার কথা জীবন মনে রাখবে। আমি সব সময় চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের পাশে থাকার। আমাদের এখানে আধুনিক মিশন সহ বিজ্ঞ ডাক্তার রয়েছে। যারা সার্বক্ষণিক সর্বোচ্চ চিকিৎসা সেবা দেন। তিনি আরো বলেন, আমাদেরই হাসপাতালে প্রতিদিন ১০০০ থেকে ১৫০০ রোগী আসে সেবানিতে। আমরা যথেষ্ট চেষ্টা করি প্রত্যেকটা রোগীকে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দিতে এবং আমাদের এইখানে সমস্ত রোগেরই চিকিৎসা করা হয়। আমাদের এই ৫০ শয্যা হাসপাতালে ভর্তির রোগী থাকে প্রত্যেকদিন প্রায় ১২০ জন।