রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে যক্ষ্মা রোগ প্রতিরোধে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মানিকগঞ্জে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী। বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল আমিন, অধ্যক্ষ ইন্তাজ উদ্দিন, ব্র্যাক মানিকগঞ্জ জেলা শাখার ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির প্রমুখ। সভায় প্রবীন হিতৈষী সংঘের ৪০জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় যক্ষা রোগের লক্ষণ, যক্ষা প্রতিরোধের উপায়, বাংলাদেশের যক্ষা রোগের পরিস্থিতি, বিনামূল্যে যক্ষা রোগের পরীক্ষা ও যক্ষা রোগের চিকিৎসার প্রাপ্তি স্থান সম্পর্কে আলোচনা হয়। সভায় জানানো হয়, যক্ষা একটি জীবাণু ঘটিত সংক্রামক রোগ। একনাগারে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিযয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষা সম্পূর্ণ ভালো হয়। সভায় জানানো হয়, যক্ষা রোগ এখন আর কোন মরণব্যধি নয়, নিয়মিত চিকিৎসায় যক্ষারোগ সম্পুর্ন ভাল হয়। যক্ষা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতায় পারে যক্ষার নিয়ন্ত্রন ও প্রতিরোধ করতে। এখন দেশের সকল হাসপাতাল, স্বা¯’্যকেন্দ্রসহ আনাচে কানাচে যক্ষার চিকিৎসা সেবা দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com