শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

ব্লাড ক্যান্সারে তরুণ অলরাউন্ডার হৃদয়ের মৃত্যু

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

দিন কয়েক আগেই বিয়ে করেছেন আব্দুল আলিম হৃদয়, প্রিয়তমা স্ত্রীর হাতের মেহেদি রঙ এখনো তাজা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ২৪ বছর বয়সেই মৃত্যু হলো তরুণ এই অলরাউন্ডারের। আব্দুল আলিম পরিচিত কোনো মুখ নয়। খেলেছেন ঢাকা লিগের দ্বিতীয় বিভাগে। বড় স্বপ্ন নিয়ে ঢাকায় আসা হৃদয় ফিরছেন লাশ হয়ে। এমন ঘটনায় শোকাহত জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শোক প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
শোক বার্তায় বিসিবি লিখেছে, ‘২৪ বছর বয়সী প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার যিনি বাঁহাতি ব্যাটসম্যান এবং অর্থোডক্স স্পিনার। ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেটে গোপিবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের হয়ে খেলেছেন, গত বুধবার মারা গেলেন ব্লাড ক্যান্সাসের সাথে লড়াই করে। এই লড়াইয়ের মাঝেও হৃদয় চলমান লিগে নিজ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। বিসিবি হৃদয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।’
তবে এই তরুণ অলরাউন্ডারের মৃত্যুর কারণ হিসেবে সাইফুদ্দীন দায়ী করছেন বসবাস অযোগ্য শহর ঢাকাকে। কেননা ব্লাড ক্যান্সার হওয়ার আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফউদ্দিন লিখেন, ‘ছোট ভাই হৃদয় আমাদের মাঝে আর নেই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলতে ঢাকা অবস্থান করেছিল। ডেঙ্গু আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্লাড ক্যান্সার এবং ব্রেন স্টোক করে আজকে মারা যায়। বসবাস করার জন্য ঢাকা অযোগ্য শহর, মানুষের স্বাস্থ্য সুরক্ষা একদম নেই বললেই চলে।’ সাইফুদ্দিন আরো যোগ করেন, ‘কিছু দিন আগে ছেলেটা বিয়ে করেছিল। কত স্বপ্ন ছিল তার পরিবার নিয়ে বাঁচার। কিন্তু এই নিয়তি তাকে আর থাকতে দিল না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছু না করি, তাও আমাদের সিস্টেম চেঞ্জ হবে না। ভালো থাকিস ওপারে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com