সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রাম। যে গ্রামে প্রায় ঘরে ঘরে লন্ডনী ও প্রবাসীর গ্রাম হিসেবে দেশে বিদেশে পরিচিত। গ্রামের নামে প্রতিষ্ঠিত সৈয়দপুর আদর্শ কলেজ। সরকারের সফল পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত সফল চেয়ারম্যান, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসানের আন্তরিক প্রচেষ্ঠায় কলেজে ৪ তলা বিশিষ্ট দুইটি নতুন দালান নির্মাণ করা হয়েছে এবং কলেজও দিন দিন এগিয়ে যাচ্ছে। জানাগেছে, সৈয়দপুর আদর্শ কলেজে এক সময় ভাঙা টিনের ঘর ছিল। কলেজে ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার ভালো পরিবেশও ছিলনা তখন। এলাকার সচেতন মহলের অনুরোধে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের দুই দুই বারের জননন্দিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসানের আন্তরিক সহযোগিতায় সৈয়দপুর আদর্শ কলেজ বর্তমানে দিন দিন এগিয়ে যাচ্ছে এবং কলেজকে এগিয়ে নিতে আবুল হাসান চেয়ারম্যানের বিশেষ অবদান রয়েছে বলে এলাকার অনেকেই জানান। বর্তমানে সৈয়দপুর কলেজের মতো লেখাপড়ার সুন্দর পরিবেশ যা উপজেলার অন্যন্য কলেজে আছে কি না সবার জানা নেই। সৈয়দপুর আদর্শ কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩০ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ১২০ জন। এবার এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর আদর্শ কলেজ সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বনি¤œ ফলাফল করেছে, যা পাশের হার ২০%। সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান জানান, কলেজে মেয়েদের সংখ্যা বেশি, কলেজের রাস্তায় ৬ মাস পানি থাকার কারনে ছাত্র-ছাত্রীরা নিয়মিত কলেজ করতে পারেনি, কলেজের রাস্তা পাকাকরন জরুরি। কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান তিনি আরো জানান, কলেজের শিক্ষকবৃন্দ সর্বোচ্চ চেষ্ঠা করেছেন কলেজের সাফল্যের ধারা অব্যাহত রাখতে। উল্লেখ্য, এবার এইচএসসি পরিক্ষায় পাশের হারে উপজেলার মধ্যে প্রথম স্থানে পাটলী উইমেন্স কলেজ। কলেজ থেকে ১০৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৯৪. ৩৪। কিন্তু জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যায় এবার প্রথম স্থানে কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয়। কলেজ থেকে ২৫১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৩০ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৯১. ৬৩। এইচএসসি পরীক্ষায় পাশের হারে সুনামগঞ্জ জেলার মধ্যে এবার সর্বনি¤œ সৈয়দপুর আদর্শ কলেজ।