সামাজিক সংগঠন টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতি বারের ন্যায় এবারও ১১তম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার, (৩ডিসেম্বর) টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ১১তম দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপ্রতি পদে বিজয় লাভ করেন ড. বোরহান বুলবুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওলী আহাদ এছাড়াও ২১ বিশিষ্ট কমিটিতে যারা নির্বাচিত হয়েছে যারা মো. জিয়াউল হক সাগর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজির মোহাম্মদ, ভাইস প্রেসিডেন্ট, মো. অলি আহাদ সেক্রেটারি জেনারেল, সালেকুল ইসলাম জয়েন সেক্রেটারি-১, মোঃ সফিকুল ইসলাম জয়েন সেক্রেটারি-২, মোহাম্মদ মাসুদ ট্রেজারার, সাবিনা ইয়াসমিন, অর্গানাইজিং সেক্রেটারি, মো. তারিকুল ইসলাম রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. আবুল কালাম আজাদ-দপ্তর সম্পাদক, বাঁধন আহাম্মেদ-সমাজকল্যাণ সম্পাদক, মো. আফাজ উদ্দিন, শিক্ষা বিষায়ক সম্পাদক, রুহুল আমিন-ক্রীড়া সম্পাদক, শামসুল হক রাহমানী-ধর্ম সম্পাদক, আনোয়ার হোসেন আনু-আন্তর্জাতিক সম্পাদক, মোহাম্মদ আলী সাংস্কৃতিক সম্পাদক, সুজন চন্দ্র দাস স্বাস্থ্য সম্পাদক, ফরহাদ হোসেন তালুকদার- কাব বিষয়ক সম্পাদক মো. আল-আমিন কার্যনির্বাহী সদস্য-১, রুহুল আমিন হাফিজ কার্যনির্বাহী সদস্য-২। টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনালের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন,টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা ও প্রাধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম জিতু। তার তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময়, টাইগারস ক্লাব ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম জিতু বলেন, ২০০৩ সাল থেকে সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পথচলা শুরু করেন। ১১ তম দ্বিবাষিক নির্বাচনে উৎসব ও আনন্দমুখর পরিবেশে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন রেজাউল হক ঝুনু। নির্বাচনের ফলাফল ঘোষণার পর,চেয়ারম্যান বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন, রেজাউল হক ঝুনু বলেন, টাইগার স্কাফ ইন্টারন্যাশনাল একটি সামাজিক প্রতিষ্ঠান। নতুন কমিটির সভাপতি ও সাধাণরসহ অন্য সদস্যবৃন্দদের নিয়ে একটি মাইল ফলক সৃষ্টি করবে টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল। সাধারণ ভোটারদের সাথে কথা জানান, টাইগার ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রাধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম জিতু স্যারের নিরলস পরিশ্রমে উৎসব মুখর ভাবে অন্দের সাথে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। এ সময় আরো উপস্থিত ছিলেন, কনভেনশন চেয়ারম্যান, নজরুল ইসলাম সিকদারসহ সর্বস্তরের জনগণ।