রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

দীঘিনালায় ২টি ইটভাটায় জরিমানা

নুর হোসেন (দীঘিনালা) খাগড়াছড়ি
  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ২টি ইটভাটায় কাঠপুড়ার অভিযোগে জরিমানা করা হয়েছে। বুধবার(৬ডিসেম্বর) সকালে দীঘিনালা ইউনিয়নের আল্লাহ দান ইটভাটা এডিবি ও মেরুং ইউনিয়নের ফোর বিএম ব্রিক্স এ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারায় ইট পুড়াতে জ্বালানি কাঠ ব্যবহার করায় ৬০হাজার টাকা জরিমানা করেন দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন। ইটভাটা দুইটিতে মালিকপক্ষ উপস্থিত না থাকায় আল্লাহ দান বিক্স এর দায়িত্বরত মো: আব্দুল ওহিদুর ও ফোর বিএম বিক্স এর দায়িত্বরত মো: মান্নান জরিমানা অর্থ পরিশোধ করে। অভিযান পরিচালনা কালে সহকারী কমশিনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, কয়লা দিয়ে ইট পুড়ে জালানি হিসেবে কাঠ দিয়ে ইট পুড়ানো হচ্ছে। কাঠ দিয়ে ইটপুড়ানোর কারনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারায় ২টি ইট ভাটার মালিকে ৬০হাজার টাকা জরিমানা হয় এবং কয়লা দিয়ে ইট পুড়ানো নিদের্শ দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com