নিম্মচাপ মিগজাউম হতে সৃষ্টি কয়েক দিনের টানা বৃষ্টির কারনে ফরিদপুরের নগরকান্দায় ও সালথায় পিঁয়াজ চাষের জমিতে পানি জমে যাওয়ায় চাষিদের হতাশ হতে দেখা গেছে। ইতোমধ্যে পিঁয়াজের চারা (হালি) লাগানোর জন্য যে সকল জমি প্রস্তুত করা হয়েছে সে সকল জমিতে পানি জমে থাকার কারনে সেই জমিতে এই মুহূর্তে আর পিঁয়াজের চারা লাগানো সম্ভব হবেনা। এমনকি এক সপ্তাহের মধ্যেও সেটা সম্ভব হবেনা বলে স্থানীয় পিঁয়াজ চাষীরা জানান। জমিতে পিঁয়াজের চারা (হালি) লাগানোর জন্য অনেকেই বুধবার হালি বীজতলা থেকে উঠানোর পর এখন সেই হালি নিয়েও অনেষ চাষী বিপাকে পরেছেন। নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের পিঁয়াজ চাষী রানা মাতুব্বর বলেন, আমি পাঁচ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করবো। তার মধ্যে বৃহস্পতিবার প্রথম দিন শুরু করার দিন ছিলো। কিন্তু বৃষ্টির কারনে জমিতে পানি জমে যাওয়ায় সেটা সম্ভব হয় নাই। এখন আবহাওয়া কয়দিন খারাপ থাকবে তাতো বলতে পারবোনা। এই বৃষ্টির কারনে আমাদের এলাকায় পিঁয়াজ চাষীদের অনেক ক্ষতি হয়েছে। আবার অনেকের পিঁয়াজের হালিরও ক্ষতি হয়েছে। এখন বেশ কয়েকদিন পিছিয়ে যাবে পিঁয়াজের হালি লাগাতে। উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, বৃষ্টির কারনে পিঁয়াজের বীজ তলায় পানি জমেছে। প্রথম কাজ হবে বীজতলা হতে পানি বের করে দেওয়া। তানাহলে হালির ক্ষতি হবে। আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে শনিবার আবহাওয়া স্বাভাবিক হবে। সেই হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যেই পিঁয়াজের হালি লাগাতে পারবে পিঁয়াজ চাষীরা।