চিড়িয়াখানা বা সার্কাসে চোখের সামনে জলজ্যান্ত বাঘ অনেকেই দেখেছি। তবে সেগুলো থাকে খাঁচার ভেতরে। তাই ভয়ের কারণ হয় না। সেদিক দিয়ে ভারতের উত্তর প্রদেশে যা ঘটেছে, তা বিরল ঘটনাই বলা যায়। সেখানে এক লোকালয়ে উদয় হয় বনের একটি বাঘের। তবে সেটি কারও দিকে তেড়ে যায়নি বা আক্রমণ করেনি; বরং আয়েশি ভঙ্গিমায় লোকজনের মাঝে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে।
উত্তর প্রদেশের ওই গ্রামের নাম আথকোনা। গ্রামটি রাজ্যের পিলিভিত জেলায় বাঘের জন্য সংরক্ষিত বনাঞ্চল থেকে ২০ কিলোমিটার দূরে। গত মঙ্গলবার সেখানকার স্থানীয় এক ব্যক্তির বাড়িতে হাজির হয়েছিল বাঘটি। সেটি দেখতে একজন-দুজন করে ভিড় করেন শত শত মানুষ। এ সময় অনেকে বাঘটির কীর্তি ভিডিও করার সুযোগও ছাড়েননি।
এমন একটি ভিডিওতে দেখা গেছে, এক বাড়ির দেয়ালের ওপর দাঁড়িয়ে আছে বড়সড় একটি বাঘ। পাশে মাটিতে ও বাসার ছাদে শত শত উৎসুক মানুষ। তবে তাদের প্রতি কোনো আগ্রহ নেই বাঘটির। শীতের মিষ্টি রোদ পোহাতে পোহাতে অলস ভঙ্গিতে হাই তুলতে থাকে সেটি। এরপর দেয়ালের ওপরেই বসে বিশ্রাম নেওয়া শুরু করে।
এদিকে মানুষের বাড়িতে বাঘের উপস্থিতির খবর পান বন বিভাগের কর্মকর্তারা। কিছুক্ষণ পরই সেটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। বাঘটির চারপাশে জাল দিয়ে ঘিরে শুরু হয় উদ্ধার অভিযান। কয়েক ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত সেটিকে আটক করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাঘটিকে দেখে অসুস্থ বলে মনে হয়েছে। নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এদিকে বাঘের লোকালয় সফরের এ ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এ ঘটনা নিয়ে সেখানে চলছে নানা আলোচনা।