সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে সংসদ নির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিগত ১৫ বছরে টানেল -পদ্মা সেতু, মেট্রো রেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। যা অন্য কোন সরকার সাহস দেখাতো না। তিনি বলেন, ফটিকছড়িতে কাঙ্খিত উন্নয়ন হয়নি। যেটুকু হয়েছে, দূর্নিতীর মাধ্যমে হরিলুট করা হয়েছে। এসব বিষয় নিয়ে প্রধানন্ত্রীর সাথে বলেছি। তিনি সবকিছু অবগত হয়েছেন। আশাকরি ফটিকছড়ির উন্নয়নে মানুষ এবার একতারাকে বেচে নেবে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্থ করেছেন যে আপনি মাঠে থাকেন, যে যোগ্য সে উঠে আসবে। আমি অর্ধেক কাজ করেছি আর বাকী অর্ধেক আপনারা ব্যালটের মাধ্যমে আপনাদের সিদ্ধান্ত দিয়ে দেবেন। মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট, হারুয়ালছড়ি, সুন্দরপুর, সুয়াবিল ইউনিয়নে একতারা প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন সুপ্রিম পার্টির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো: সাহাবুদ্দীন, সমন্বকারি মো: জসিম উদ্দীন ভূইয়া, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, মো: ফোরকান, তৈয়ব মেম্বার ও মুজাম্মেল মেম্বারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।