সামাজিক মিডিয়ায় পোস্ট দেয়ার কারণে চীনা-নিয়ন্ত্রিত তিব্বতি স্বায়ত্তশাসিত অ লে এক নারীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ভারতের ধর্মশালাভিত্তিক তিবেত টাইমস। এতে বলা হয়, ৩৯ বছর বয়স্কা সেরিং সোর সামাজিক মিডিয়ার পোস্টটি চীনা পুলিশের আচরণের ভুল ব্যাখ্যা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। খবরে বলা হয়, ওই নারী তার সামাজিক মিডিয়ার পোস্টে চীনা পুলিশের কার্যক্রমের সমালোচনা করেছিলেন। এ জন্য তাকে ১৫ দিনের আটকাদেশ দেয়া হয়। তাকে তার পোস্ট নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদও করে বলে জানা গেছে।
চীনা পুলিশ ২০১৫ সালেও একবার গ্রেফতার করেছিল। সেবার কেন তাকে আটক করা হয়েছে, তা পরিষ্কার ছিল না। তবে তিনি চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কথা বলতে সামাজিক মিডিয়াকে ব্যবহার করেন বলে জানা গেছে। এদিকে ড্রাচেন কাউন্টির চীনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ১৯ ডিসেম্বর বিকেলে সেরিং তার এক বন্ধুকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় পুলিশ গাড়িটি থামার সঙ্কেত দেয়। কিন্তু তিনি সেটাকে আমলে না নিয়ে চলে যান। পরে পুলিশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। এতে তিনি পুলিশকে নেতিবাচকভাবে উপস্থাপন করেন।
ওই বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের নভেম্বরেও তাকে আটক করা হয়েছিল। সেবার কোভিড-১৯ বিধিমালা না মানার কারণেই তা করা হয়েছিল। সূত্র : ফায়ুল