রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

ফরিদপুর-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর জয়লাভ

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

ফরিদপুর- ২ (নগরকান্দা -সালথা উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের প্রার্থী এ্যাডঃ জামাল হোসেন মিয়াকে ১৯৬২ ভোটের ব্যাবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অপর প্রার্থী হলেন বটগাছ প্রতীকের এ্যাডঃ জয়নাল আবেদীন বকুল। তিনি পেয়েছেন মোট ১৯৬২ ভোট। এদিকে শাহদাব আকবর চৌধুরী লাবু পেয়েছেন ৮৭১৯৪ ভোট। এ্যাডঃ জামাল হোসেন মিয়া পেয়েছেন ৮৫২৩২ ভোট। অতএব  শাহদাব আকবর লাবু চৌধুরী ১৯৬২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হোন। এর আগে উপ নির্বাচনেও লাবু চৌধুরী এমপি নির্বাচিত হয়েছেন। শাহদাব আকবর লাবু চৌধুরী প্রায়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র। লাবু চৌধুরী সালথা উপজেলায় পেয়েছেন ৪১৯০৭ ভোট, নগরকান্দা উপজেলায় পেয়েছেন ৪৫২৮৭ ভোট। অন্যদিকে নগরকান্দায় এ্যাডঃ জামাল হোসেন মিয়া পেয়েছেন ৪১৯৭৯ ভোট সালথায় পেয়েছেন ৪৩২৫৩ ভোট। ফরিদপুর জেলার চারটি আসনে দুটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে জয়লাভ করেছে। ফরিদপুর -১ আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী হামীম গ্রুপের কর্ণধর আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ) ও ফরিদপুর – ৪ আসনে যুবলীগের প্রেসিডিমের সদস্য মোঃ মজিবর রহমান নিক্সন চৌধুরী নির্বাচিত হয়েছেন। মোঃ মজিবুর রহমান নিক্সন চৌধুরী টানা তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত হলেন। শাহদাব আকবর লাবু চৌধুরীসহ সকল বিজয়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি ও নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com