যে হারে শীত পড়ছে, এই শীতে রিকশা চালাতে অনেক কষ্ট হয়। এখন এই গরম শার্ট পেয়ে ভালোমত রিকশা চালাতে পারবো, কথাগুলো বলছিলেন রিকশাচালক শরিফুল। হিমেল হাওয়া আর কনকনে শীতে যখন বিপর্যস্ত উত্তরাঞ্চল। দিনমজুরদের যখন কষ্টের সীমনে নেই। ঠিক তখন নীলফামারীর সৈয়দপুরে শতাধিক দিন মজুর রিকশাচালকের হাতে শীতের উপহার তুলে দেওয়া হয়েছে। সৈয়দপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর ও সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে সোমবার (১৫ জানুয়ারি) শহরের গোলাহাটে শীত নিবারনের ওই গরম কাপড়ের শার্ট দিন মজুর রিকশাচালকদের হাতে তুলে দেওয়া হয়। মুরাদ মিয়া নামে অপর এক রিকশা চালক বলেন, এই গরম কাপড়ের শার্ট পড়ে রিকশা চালাতে অনেক আরাম পাওয়া যাবে। ধন্যবাদ জানাই যারা এই উপহার দিয়ে আমদের মত রিকশাচালকদের সহযোগিতা করেছে। আমাদের প্রিয় সৈয়দপুরের সামিউল আলিম জানান, আমাদের শহরে প্রচুর শীত পড়ছে। এই শীতে রিকশা চালাতে অনেক কষ্ট হয় দিন মজুরদের। সেই চিন্তা মাথায় রেখে আমরা গরম কাপড়ের শার্ট বানিয়ে তাদের মাঝে বিতরণ করেছি যাতে তাদের কষ্ট কম হয়। বিতরণ অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের নওশাদ আনসারী, আলমগীর হোসেন, সাজিদ সাজু, সামিউল আলিম, রাজাসহ অন্যান্য সদস্যরা।