শীতের সময় বাসাবাড়িতে সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে গিজার। গোসলের জন্য কিংবা খাওয়ার পানি গরম করার ঝামেলা থেকে রেহাই মেলে ঘরে একটি গিজার থাকলে।
তবে অনেক সময় এমন হয় যে আপনি অফিসে যান, তারপরে মনে পরে আপনার বাড়ির গিজারটি চলছে। আর অফিস ছুটির পরে বাড়ি এসে সেই গিজার বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ফলে ১২ ঘণ্টা গিজার চালু থাকে। এতে কি সমস্যা হয়ে পারে চলুন জেনে নেওয়া যাক-
বিশেষজ্ঞদের মতে, ৫ঘণ্টার বেশি গিজার চালু রাখা উচিত নয়। যদি গিজারটি অনেক সময়ের জন্য চালিয়ে রাখেন, তবে থার্মোস্ট্যাট পানিকে প্রচুর পরিমাণে গরম করে দিতে পারে। ফলে গিজারটি গরম হয়ে বিস্ফোরণ হতে পারে। তবে আজকাল অনেক গিজারেই অটোমেটিক থার্মোস্ট্যাট অফ-এর অপশন দেওয়া থাকে। অর্থাৎ জল গরম হয়ে গেলে তা নিজে থেকেই কাজ করা বন্ধ করে দেয়। তবে আপনার গিজারে এই অপশন আছে কি না তা আগে জেনে নিন। এছাড়া গিজার দীর্ঘ সময় চালিয়ে রাখলে এটি অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। যদি গিজারটি ১২ ঘণ্টা চালু রাখা হয় তবে আপনি হয়তো সব সময় গরম পানি পাবেন। কিন্তু এতে বিদ্যুতের বিলও বাড়বে এবং এর সঙ্গে নানান বিপদ ডেকে আনবেন। তাই চেষ্টা করবেন একবার পানি গরম করে নিয়ে তারপরে তা বন্ধ করে দিতে। সূত্র: ব্রেইনলি ইন