পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জমজমাট আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। প্রধান শিক্ষক সারওয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী, অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ মিজানুর রহমান পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন,নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে, ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতার ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল মোরগযুদ্বু, চকলেট দৌড়, ব্যাঙ লাফ, মার্বেল দৌড় ,চামচ দড়ির লাফ, যেমন খুশি তেমন সাজো, দিনেশেষ ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।