রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা পেলেন বিভাগীয় পর্যায়ে দিনাজপুরের আলেয়া বেগম

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

রংপুর বিভাগে জয়িতা অন্বেষণে বাংলাদেশ সমাজ উন্নয়নে

দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা মেঘনা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, দিনাজপুর শহরের মডেল পাঠাগার “উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগার” এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট নারী নেত্রী আলেয়া বেগম দিনাজপুরে জেলা-উপজেলায় জয়িতা অন্বেষন বাংলাদেশের আওতায় জয়িতা সম্মাননা পাওয়ার পর এবার রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা পেলেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর-ঢাকার মহা-পরিচালক (গ্রেড-১) কেয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ আব্দুল বাতেন, রংপুর পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার পরিচালক (যুগ্ম সচিব) জাকিয়া আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। উল্লেখ্য, আলেয়া বেগম সংরক্ষিত মহিলা আসনে দিনাজপুর পৌরসভায় কাউন্সিলর হিসেবে মানবতার কল্যাণে দরিদ্র জনগোষ্ঠীর সহযোগিতায় কাজ করে গেছেন। তার সংস্থা থেকে প্রতিবছর প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তার উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারে “মুজিব কর্ণার” ইতিমধ্যে পড়–য়া শিশু পাঠকদের মনে সাড়া জাগিয়েছে। তার সমাজ উন্নয়নের কর্মকান্ড দেখে মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক র্মোশেদ আলী খান সহ দিনাজপুরের প্রশাসন যাচাই-বাচাই করে আলেয়া বেগমকে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য প্রথমে উপজেলা পর্যায়ে, পরে জেলা পর্যায়ে এবং এবার রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও ফুল দিয়ে তাকে সম্মাননা প্রদান করা হয়। আলেয়া বেগম তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে আমি ও আমার সংগঠন কাজ করে যাচ্ছি। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে আমরা কাজ করছি। আমার বিশ্বাস এইসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পিছনে ফেলে কখনো স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। আসুন তাদের পাশে দাঁড়াই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com