রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম না থাকায় জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম নেই। এ কারণে জাতীয় স্বার্থে যে দাদায়িতত্ব পালন করা উচিত, সে দাদায়িতত্ব তারা পালন করছে না।’ তিনি আরও বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল তাদের একটি সুনির্দিষ্ট মতলব রয়েছে। এই মতলববাজরা বিরোধিতার জন্য বিরোধিতা করে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-১৩ আসনের মোহম্মদপুরের আজিজ মহল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক ধৈর্য্য ও বিচক্ষণতার সাথে মিয়ানমার সঙ্কট ও রোহিঙ্গা ইস্যু মোকাবিলা করছেন। এখন মিয়ানমারের যে পরিস্থিতি চলছে তা তাদের আভ্যন্তরীণ বিষয়। সে বিষয় নিয়ে দেশের ভেতরে মানসিক চাপ অথবা ভীতিকর পরিস্থিতি তৈরির কোনো কারণ থাকতে পারে না। সেই কারণে আমরা বলতে পারি, আমাদের সীমান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। তারা সতর্কতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন।’
তিনি বলেন, ‘মিয়ানমারের আভন্তরীণ বিষয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাঝে মাঝে যে দুই চারটি গোলা এসে পড়ছে এবং আমাদের যে হতাহত করছে, এর প্রতিবাদ করার আন্তর্জাতিক নিয়ম আছে।’
খারাপ পরিস্থিতি তৈরি হলে কী করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে ও সতর্ক করেছে। এরপরও যদি কোনো পরিস্থতি তৈরি হয় তবে জাতিসঙ্ঘসহ আন্তজার্তিক সংস্থা রয়েছে। আমারা তাদের কাছে যাব।’