কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চর অঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ভেড়া পালনের জন্য ঘর বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি এলাকায় ৫০ জন সুবিধাভোগীকে ভেড়া পালনের জন্য একটি করে ঘর প্রদান করা হয়। ভূরুঙ্গামারী ইউনিয়নে আরও ৫০ জন সুবিধাভোগীকে মঙ্গলবার ঘর দেওয়া হবে। ঘর পাওয়া শাহিনা বেগম ও চায়না বেগম বলেন, প্রাণিসম্পদ অফিস থেকে ঘর দেওয়াতে ভেড়া পালনে সুবিধা হবে। শিয়াল ও অন্য কোনো প্রাণি ভেড়ার ক্ষতি করতে পারবে না। এসময় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামসুর রহমান সুমন ও সোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।