জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম বলেছেন, কখনো হয়ত ভুলবশত অসঙ্গত কথার ওপর ভিত্তি করে তৈরি কোনো ‘শায়েরি-গান’ গেয়েছি। কিন্তু যখন তা উপলব্ধি করতে পেরেছি, তখন-ই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। গত মঙ্গলবার ডন নিউজ জানিয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে আতিফ আসলামকে তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ওই ভিডিওটি কয়েকদিন আগে আতিফ আসলামের দেয়া একটি সাক্ষাৎকারের অংশ, যেখানে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এতে আতিফ আসলাম আরো বলেন, তার অবস্থান সবসময়ই ভুলের বিপক্ষে এবং এ ধরনের বিষয়ে তিনি আপত্তিও করেন। কিন্তু গান গাওয়ার সময় যদি কখনো কোনো অশ্লীল শব্দ উচ্চারণ করেন, তাহলে পরে তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চান। তিনি বলেন, যা ভুল তা সবসময়ই ভুল এবং আমি ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আসছি।
আতিফ আসলামের মতে, অপমান, সম্মান ও খ্যাতি দেয়ার মালিক একমাত্র আল্লাহ। মানুষের কাজ শুধু পরিশ্রম করে যাওয়া। সূত্র : ডন