সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

গঙ্গাচড়ায় লাভের আশায় কৃষক গম-ভূট্টা চাষ করে গো-খাদ্য হিসেবে বিক্রি করছে

আব্দুল আলীম প্রামানিক (গঙ্গাচড়া) রংপুর
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

রংপুরের গঙ্গাচড়ায় অধিক লাভের আশায় উঠতি গম ও ভূট্টা ক্ষেত বিক্রি করছেন অনেক কৃষকরা। এসব গম ও ভূট্টা কেটে গো-খাদ্য হিসেবে বিক্রি করছেন ব্যবসায়ীরা। জানা গেছে, বর্তমানে গবাদি পশুর খাদ্য চাহিদা বেশি। এই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির কৃষক অধিক লাভের আশায় গম ও ভূট্টা ক্ষেত গো-খাদ্য হিসেবে বিক্রি করে দিচ্ছেন। সরকার প্রতি ছর বিদেশ থেকে গম ও ভূট্টা আমদানি করছে। বিনামূল্যে কৃষকের মাঝে প্রণোদনা দিচ্ছে। খাদ্যের দাম বাড়ায় খামারীরা দিশেহারা। বন্ধ হচ্ছে খামার। এই অবস্থায় উপজেলার কৃষকরা উঠতি গম ও ভূট্টা কেটে হাট বাজারে বিক্রি করছে গো-খাদ্য হিসেবে। এক বোঝা আটি বিক্রি হচ্ছে ১০ টাকা দামে। স্থানীয় হাট-বাজারগুলোতে সহজে চোখে পড়ে এসব গম ও ভূট্টা ভ্যান। এমনিতে গঙ্গাচড়ায় গমের আবাদ কম। তারপরেও এর আবাদ করছে অনেক কৃষক। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ১৫৬ হেক্টর জমিতে গম ও ২৫৫০ হেক্টর জমিতে ভূট্টা চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা বলেন, কিছু কৃষক লাভের আশায় গম ও ভূট্টা চাষ করে গো-খাদ্য হিসেবে বাজারে বিক্রি করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com