হলুদ সাংবাদিকতা রোধে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে জামালপুরের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল দশটার দিকে জামালপুর সার্কিট হাউজ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। এতে জামালপুরের জেলা প্রশাসক মো.শফিউর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। প্রেস কাউন্সিলের সুপার সাখাওয়াত হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সুযোগ্য পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, নির্বাহী ম্যজিস্ট্রেট সুমি আক্তার, জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদ প্রমুখ। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, হলুদ সাংবাদিকতা রোধে প্রমাপত্র হাতে নিয়ে পাঠক গ্রহণ সংবাদ তৈরি করার পাশাপাশি পরিবেশ বুঝে সাংবাদিকতা করার কথা তুলে ধরেন।এ ছাড়া তিনি নতুন নতুন তথ্য জানতে মোবাইল ফোনের গুঘল ব্যবহারে সৃজনশীল ও বিচক্ষণ সাংবাদিকতার প্রয়োজনের কথা তুলে ধরেন।