রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা মানিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ওরফে মানিক গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাতে উলিপুর পৌর শহরের মুন্সিপাড়া এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫সন্তান, ১কন্যা-সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের নামাজে জানাজার আগে গার্ড-অব-অনার প্রদান শেষে শনিবার (১৭ ফেব্রুয়ারী) উলিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম-সহ স্থানীয় মুক্তিযুদ্ধ এবং গন্যমান্য ব্যক্তিবৃন্দ। এদিকে, তাঁর মৃত্যুতে, স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্তে গবা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌরমেয়র মামুন সরকার মিঠু-সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর শোক-সমবেদনা জ্ঞাপন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com