রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

বরিশাল বিভাগীয় পর্যায়ে ৫জন শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই শ্লোগান নিয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (২৭) ফেব্রয়ারি সকাল ১১ টায়। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ২০২২ অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর কেয়া খান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর জাকিয়া আফরোজ, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ শহিদুল্লাহ, জেলা প্রশাসক শহিদুল ইসলাম সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়িতারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে ৫টি ক্যাটাগরিতে বরিশাল বিভাগের পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিভাগীয় পর্যায়েরর শেষ্ঠ জয়িতা হলেন, পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন-সফল জননী ক্যাটাগরিতে মোসাঃ বিলকিচ বেগম (বরগুনা), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে নাজমুন নাহার রীনা (বরিশাল), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মোসাঃ সালমা বেগম (ঝালকাঠি), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরিতে মোসাঃ জাহানারা বেগম (বরগুনা), শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে প্রফেসর শাহ সাজেদা (বরিশাল)। ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের প্রত্যেকের হাতে ক্রেস্ট, নগদ ১০ হাজার টাকা এবং সনদপত্র তুলে দেন অতিথিরা। এছাড়াও জেলা পর্যায়ের নির্বাচিত ২৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকের হাতে ক্রেস্ট, নগদ ২ হাজার টাকা এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com