শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি, “স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, সরকারের সার্বিক উন্নয়নে স্থানীয় পর্যায়ে, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এর বাৎসরিক কর্মপরিকল্পনা, প্রণয়ন যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সেনিটেশন ব্যবস্থা, জন্ম-মৃত্যু নিবন্ধন, বাজার উন্নয়ন, আইনশৃঙ্খলা, সহ নানাবিধ কার্যক্রম, বাস্তবায়নে স্থানীয় সরকার দিবসটি, প্রশাসন, জনপ্রতিনিধিদের দায়িত্ব, কর্তব্য, নাগরিক সেবার বিষয়ে, জাতীয় ভাবে উপজেলা প্রশাসন দিবসটি পালন করে। ২৭ ফেব্রুয়ারি ২০২৪ দিবসটি উপজেলা কমপ্লেক্স থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউপি সচিব, সহ সমাজসেবক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ব্যানারসহ এবং বর্ণাঢ্য রেলি মিছিল বের করে। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে, আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব¡প্রাপ্ত সভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, গলাচিপা সদর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। আলোচনা সভায় স্থানীয় সরকার দিবসে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক সমিত কুমার দত্ত মলয় ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। অনুষ্ঠানে পৌর, ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী ও সুধী সমাজ, চৌকিদার, দফাদার সহ শিক্ষার্থীরা অংশ নেয়।