কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। আপনিও হয়তো প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। তবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে অনেক সময় রেজোলিউশন খারাপ হয়ে যায়। এজন্য ডকুমেন্ট ফাইল করে পাঠান সবাই। তবে এবার ডকুমেন্ট ফাইল না করেই হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন। দেখে নিন কীভাবে এইচডি কোয়ালিটির ছবি পাঠাবেন- ১.পুরোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে >> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। >> এরপর আপনি যে চ্যাটে ফটো শেয়ার করতে চান সেখানে যান। >> এখানে পেপারক্লিপ আইকনে ক্লিক করুন। >> এরপর ফোনের গ্যালারিতে যান এবং আপনি যে ছবিটি শেয়ার করতে চান সেটি সিলেক্ট করুন। >> এরপর ছবির উপরে এইচডিতে ট্যাপ করুন এবং এইচডি কোয়ালিটি অপশনটি সিলেক্ট করুন। >> এরপর আপনি ছবিটি শেয়ার করতে পারবেন। আপনার ছবি এইচডি কোয়ালিটিতেই সেই ব্যক্তির কাছে যাবে।
চাইলে ডকুমেন্ট করেও পাঠাতে পারেন। এজন্য- >> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। >> এরপর, যে চ্যাটে আপনি ছবি শেয়ার করতে চান সেটি খুলুন এবং পেপারক্লিপ আইকনে ক্লিক করুন। >> এখানে ডকুমেন্ট অপশনটি সিলেক্ট করুন। >> তারপর গ্যালারিতে যান এবং আপনি যে ফটোটি শেয়ার করতে চান সেটি সিলেক্ট করুন। >> এরপর আপনি ছবিটি শেয়ার করতে পারেন। আপনার ছবি কোনো কম্প্রেশন ছাড়া পাঠানো হবে। ১.হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করবেন যেভাবে ২. হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে । সূত্র: টাইমস অব ইন্ডিয়া