সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

ইলেকট্রনিক বাইসাইকেল রপ্তানি শুরু করলো আরএফএল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪

জার্মানিতে একটি চালান পাঠানোর মাধ্যমে ইলেকট্রনিক বাইসাইকেল (ই-বাইক) রপ্তানি শুরু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানা থেকে ই-বাইকের চালানটি জার্মানিতে পাঠানো হয়।
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, ‘ট্র্যাডিশনাল বাইসাইকেল এবং মোটরচালিত যানবাহনের চেয়ে ই-বাইক সুবিধাজনক এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে সারা পৃথিবীতে ক্রমাগতভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এটির ব্যাপক চাহিদা রয়েছে। ই-বাইকের বিশ্বব্যাপী বাজারের আকার ৪০ বিলিয়ন ডলার এবং এটি ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে আমরা দেশের বাজারের পাশাপাশি ই-বাইকের রপ্তানি কার্যক্রম শুরু করলাম। আশা করি, আমরা জার্মানিতে ভালো সাড়া পাবো।’
তিনি আরও বলেন, ‘ই-বাইক রপ্তানির জন্য ব্রাজিল ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা আশা করি, আরএফএলের ই-বাইক বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে এবং বাংলাদেশের রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণে ভূমিকা রাখতে পারবে।’
আরএফএল গ্রুপ ফেব্রুয়ারি মাসে দেশে প্রথম ইলেকট্রনিক বাইসাইকেল উৎপাদন ও বাজারজাত শুরু করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com