রায়পুরায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরনে রেফারেল এবং আরপিএল সংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৪ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ওয়েল ফেয়ার সেন্টারের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ অনার্স কল্যান বোর্ডের উপসচিব উপপরিচালক( তথ্য প্রযুক্তি, গবেষনা ও পরিকল্পনা) মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারি পরিচালক মোঃ এনামুল হক, রায়পুরা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা,উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবীব ফরহাদ আলম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সেক্রেটারী অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুরউদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সেক্রেটারি হারুনুর রশিদ সহ বিদেশ ফেরত প্রবাসী ও অন্যান্য কর্মকর্তাগন। উপসচিব বিদেশ ফেরত প্রবাসীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধার কথা সকলের সামনে তুলে ধরেন। পরিশেষে মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।