মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় পাঁচ ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে নানারকম স্লোগান দিতে থাকেন তারা এতে মহাসড়কের উভয় দিকে নয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ। প্রশাসনের আশ্বাসে বিকাল সাড়ে ৫টা দিকে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানায়, কোনরকম ঘোষণা ছাড়া গত ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাসের লোকজন বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া এলাকায় অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করতে আসলে স্থানীয়দের তোপের মুখে পড়ে। এ সময় আশপাশের কয়েকটি গ্রাম থেকে আগত কয়েক হাজার নারী পুরুষ তিতাস কর্মকর্তাদের ঘিরে ধরেন। পরে উত্তেজিত জনতা দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখেন তারা এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল ফারুক-সহ প্রশাসনের কর্মকর্তারা। তাদের আশ্বাসে বিকাল ৫ সাড়ে দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।