রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
সরকারের কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছি : জামায়াত আমির মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ: আসিফ নজরুল শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আস্থা নেই বাইডেনের বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ গণঅভ্যুত্থান-বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি সড়কে ১৫ ঠিকাদারের রাজত্ব শ্রমিক অসন্তোষ দূর হলে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবো : আহসান খান চৌধুরী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন: রিজভী শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি: নারীসহ ৩ জনের মৃত্যু

পল্লীশ্রীর উদ্যোগে এবং পিকেএসএফ এর সহযোগিতায় দিনব্যাপী আর্থোপেডিক্স ও মেডিসিন বিষয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪

৬ মার্চ বুধবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের আওতায় দেওয়ানজিদীঘি নুরুল ইসলাম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিশেষ ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে আর্থোপেডিক্স (বাত-ব্যাথা,হাড়-জোড়া,কোমর ব্যাথা, হাড় ভাঙ্গা) ও মেডিসিন রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামুল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র সহ ঔষধ বিতরণ করা হয়। এ সময় ২৩২ জন অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের লেকচারার আর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন ডাঃ বিপুল চন্দ্র রায়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরের মেডিকেল অফিসার ডাঃ নওশাদ আলম সিদ্দীক। উক্ত স্বাস্থ্য ক্যাম্পটি পরির্দশন করেন বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এ.বিএম রাশেদুল কবির রনি ও স্থানীয় ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড ও প্যানেল চেয়্যারম্যান মোঃ আবু সাইদ। এসময় উপস্থিত ছিলেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল, ফরক্কাবাদ ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মাহফুজা নাজনীন ও কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ক্যাম্প বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা নাজমুন নাহার ও অনুরাধা রানী রায় এবং স্বাস্থ্য পরিদর্শকসহ কর্মসূচীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, পিকেএসএফ এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে অসহায়-গরিব রোগীদের প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা মনে করি। এতে তৃণমূল পর্যায়ে রোগীরা এলাকায় বসে বিনামূল্যে চিকিৎসা সহ ঔষধ পাচ্ছে। আমরা চাই এ ধরনের কর্মসূচী চলমান যেন থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com